প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
বিনোদন ডেস্ক :সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ার হয়ে গেলো গতকাল। ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটি উপভোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করেছিলেন ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি। ছবিটি ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এর আগে গতকাল সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে। ছবিটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাঁকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েররা লড়াইটা করে এসেছে। আশা করি, ‘৮৪০’ সিনেমাটাও ‘৪২০’-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘৮৪০’ টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে ও কখন, তা সময়মতো জানিয়ে দেওয়া হবে। ‘৮৪০’ সিনেমার প্রযোজনায় আছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির সহপ্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মমসহ আরও অনেকে। শিল্পীদের মধ্যে নাসিরউদ্দিন খান, নাদের চৌধুরী, প্রান্তর দস্তিদারসহ আরও অনেকে প্রিমিয়ারে এসেছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech