ডনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করলো টাইম ম্যাগাজিন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

ডনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করলো টাইম ম্যাগাজিন

আন্তর্জাতিক ডেস্ক :টাইম ম্যাগাজিন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে মনোনীত করেছে। দ্বিতীয়বার তিনি এই সম্মান পেলেন। এর আগে ২০১৬ সালে প্রথমবারের জন্য তাকে এই শিরোপা দেয়া হয়েছিল। গতবার এই সম্মান পেয়েছিলেন টেলর সুইফট। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই সম্মান উদযাপন করবেন নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। তার সঙ্গে উপস্থিত থাকবেন তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। কোনও একটি বছরের সার্বিক বৈশ্বিক ঘটনার ভিতরে সর্বাধিক প্রভাব যার, তিনিই এই খেতাব পান। তবে এই প্রভাব কেবল সদর্থক নয়, নেতিবাচকও হতে পারে। ট্রাম্পকে এবার বেছে নেওয়ার পিছনে রয়েছে তার দুরন্ত ‘রাজনৈতিক কামব্যাক’। মার্কিন ইতিহাসে এমন প্রত্যাবর্তন নজিরবিহীন বলেই দাবি পত্রিকার সম্পাদকমণ্ডলীর।

এবছর বর্ষসেরার প্রতিযোগিতায় ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, প্রিন্সেস অব ওয়েলস ও টেসলার সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও একটি পরামর্শদাতা বোর্ডের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত হয়েছেন, যা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’নামে পরিচিত।

টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস পাঠকদের উদ্দেশে লেখা একটি চিঠিতে বলেছেন, ‘ঐতিহাসিক পরিমাপে ফিরে আসার নেতৃত্ব দেয়ার জন্য, এক প্রজন্মে একবার ঘটে যাওয়া রাজনৈতিক পুনর্গঠন চালিয়ে নেয়ার জন্য, মার্কিন প্রেসিডেন্সিকে পুনর্গঠিত করার জন্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের টাইমের বর্ষসেরা ব্যক্তি।’

ট্রাম্প সম্পর্কে টাইমের তরফে জানানো হয়, ‘তিনি (ট্রাম্প) মার্কিন ভোটারদের নতুনভাবে সংগঠিত করেছেন, বিশেষ করে তরুণ পুরুষ ভোটারদের সক্রিয় করেছেন, যারা তাকে পপুলার ভোটে প্রথমবারের মতো জয়ী হতে দেখেছেন এবং প্রতিটি সুইং স্টেটকে লাল করে দিয়েছেন। তার ২০২৪ সালের জয় বহু দিক থেকে ইতিহাস গড়েছে : তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এবং এ বছর নিউ ইয়র্কের একটি জুরিতে ৩৪টি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম অপরাধী সাব্যস্ত, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন’।

সূত্র : সিএনএন

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ