গোপন কথা ফাঁস

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

গোপন কথা ফাঁস

বিনোদন ডেস্ক:বরাবরই নিজের স্ট্রাগল নিয়ে মন্তব্য করতে পিছপা হন না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবারো তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রী হতে চাইলেও নাচের জন্যই সিনেদুনিয়ায় পোক্ত জায়গা তৈরি করতে পেরেছে। বলিউডে তিনি প্রথম জনপ্রিয়তা পেয়েছেন তার নাচের জন্যই। তবে অনেকেই তাকে উপদেশ দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখতে, না হলে ক্যারিয়ারে কোনোদিন অভিনেত্রীই হতে পারবেন না। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয়। আর তাই তিনি নিজের শতভাগ উজাড় করে দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন রাতারাতি। তবে এবার বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার গোপন কথা ফাঁস করেছেন নোরা। তার কথায়, তাকে জানানো হয়েছিল তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়। কিন্তু অভিনেত্রী প্রথম থেকেই তার নিজের কাজ নিয়ে যত্নশীল। কখনো প্লাস্টিক সার্জারি, কখনো আবার বোল্ড লুক, সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন একাধিকবার। যদিও বহুবার কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না। বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি ঝড়ের গতিতে ভাইরাল। এদিন নোরার মন্তব্যে সাফ ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই মিথ্যা বলতে চেয়েছেন।

0Shares