ছাত্র-জনতার আন্দোলনে সাদ হত্যা মামলায় মেয়র কবির গ্রেফতার

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানী ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের প্রত্যক্ষ গুলিতে আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার হলেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা। দীর্ঘদিন পালিয়ে থাকার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ধামরাই থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ, পরিদর্শক রাজু মন্ডল ও মোহাম্মদ পাভেল মোল্লার নেতৃত্বে গুলিবর্ষণে মাথায় গুলিবিদ্ধ হয়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ আফিকুল ইসলাম সাদ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশের নেতৃত্ব দানকারী তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ, উপ পুলিশ পরিদর্শক রাজু মণ্ডল ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ পাভেল মোল্লাকে আসামি না করে স্থানীয় সংসদ সদস্য ও মেয়রসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।

মেয়র গোলাম কবির মোল্লা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ধামরাই পৌরসভার কোনো স্থানে বের হয়নি। আমিসহ আওয়ামী লীগের সব নেতাকর্মী নিরাপদ দূরত্বে অবস্থান করছিলাম। সেদিন মাঠে ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র ও জনতা। ধামরাই থানা পুলিশের তৎকালীন অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ ও পরিদর্শক মোহাম্মদ পাভেল মোল্লা ও পরিদর্শক রাজু মণ্ডলের নেতৃত্বে পুলিশ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মেধাবী কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ শহিদ হন। পাশাপাশি অসংখ্য নিরস্ত্র ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হলো ও পঙ্গুত্ব বরণ করেন। অথচ মামলা দায়ের হলো আমিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমাদের কারো প্রতি কোনো শত্রুতা বা আক্রোশ নেই। উপরের নির্দেশনা অনুযায়ী আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামিসহ ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ