আইশার অভিযোগ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

আইশার অভিযোগ

বিনোদন ডেস্ক:পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ছোট পর্দার অভিনেত্রী আইশা খান। সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানান, দুই বছর আগে শুরু হওয়া কাজের পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি। পরিচালককে মেনশন করে তিনি লিখেন, আপনার ভাষ্যমতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী-ই হয়ে থাকি, তাহলে দুই বছর আগে শুরু হওয়া কাজের পারিশ্রমিক আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাইয়া?’ এরপর লিখেন, দীপ্ত প্লে, আপনারা কেন পরিচালকের থেকে প্রতিটি শিল্পীর সাইন করা অনাপত্তি পত্র আগে সংগ্রহ করে পুরো কাজের বিল তাকে পরিশোধ করেন না? দীপ্ত প্লের কর্মকর্তা সাইফুর রহমান সুজনকে মেনশন করে অভিনেত্রী লেখেন, আপনি কি জানেন ভাইয়া আপনার কাছ থেকে পুরো পারিশ্রমিক পাওয়ার পরও হায়াত ভাইয়া আমার বকেয়া পারিশ্রমিক শোধ করেননি? বিষয়টি নিয়ে পরে আইশা বলেন, আমি পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে কল দিয়েছিলেন। কিন্তু আমি খুব আপসেট ছিলাম। এজন্য ফোনটা ধরিনি। এর পাঁচ মিনিট পর দেখি উনি আমাকে ‘থ্যাঙ্কস’ লিখে খুদে বার্তা পাঠিয়েছেন। অভিনেত্রী বলেন, দীপ্ত প্লের ২৬ পর্বের একটি সিরিজের কাজ ছিল। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে শুটিং শুরু হয়। মাসে দেখা যেতো একদিন করে শুটে যেতে হয়েছে আমাকে। প্রথম দু’টি বিল উনি আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছেন। এরপর থেকে দেরি করে দিতেন। সবশেষ এ বছরের কোরবানি ঈদে বিল দেন। ওনার শ্বশুর তখন অসুস্থ ছিলেন। আমার এক লাখের ওপরে বকেয়া ছিল। যেহেতু ঈদ মৌসুম, সেহেতু ওনার কাছে আমি পারিশ্রমিক চাই। উনি আমাকে ৫০ হাজার টাকা দেন। এখনো ৬২ হাজার বাকি। ঈদের পর থেকেই টাকাটা নিয়ে ঘুরাচ্ছেন।

0Shares