প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানাসহ ছয়জনের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য চারজন হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ভাগনি আজমিনা সিদ্দিক।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি’র মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে।
মহাপরিচালক জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা এবং তাঁর ছেলে-মেয়ের নামে ১০ কাঠা করে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি তুলে ধরে আক্তার হোসেন বলেন, অভিযোগগুলো সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ মনে হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech