প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক :পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হাঙ্গেরিয়ান নারী জিমন্যাস্ট আগনেস কেলেটি। আর কিছুদিন পরই ১০৪ বছরে পা দিতেন শতবর্ষী এই জিমন্যাস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন তিনি।
বৃহস্পতিবার নিজ দেশের রাজধানী বুদাপেস্টের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেলেটি। বার্তা সংস্থা এএফপিকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন তার প্রেস কর্মকর্তা তামাস রোথ।
হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, বড়দিনের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হন কেলাটি। পরে বৃহস্পতিবার তিনি মারা যান। ১৯৫২ -তে হেলসিংকি অলিম্পিকসে ৩১ বছর বয়সে প্রথম সোনা জেতেন কেলেটি। পরের ১৯৫৬ মেলবোর্ন আসরে আরও চারটি স্বর্ণপদক জেতেন তিনি। অলিম্পিকে মোট ১০টি পদক জেতেন এই হাঙ্গেরিয়ান, যার মধ্যে ৫টিই সোনা। এর মধ্যে দিয়ে হাঙ্গেরির সর্বকালের দ্বিতীয় সফল অ্যাথলেটের তকমা পান তিনি। কেলেটির মৃত্যুতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ শ্রদ্ধা নিবেদন করে এক বিবৃতিতে বলেন, ‘তিনি ট্রাজেডি (হলোকাস্ট) কাটিয়ে উঠতে দৃঢ় সংকল্প ও অসামান্য সাহস দেখিয়েছেন।’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সামাজিক যোগাযোগমাধ্যমে এই নারী জিমন্যাস্টের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পাঁচবারের অলিম্পিক সোনাজয়ী, জাতির সেরা ক্রীড়াবিদ, বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিকজয়ী, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি শান্তিতে থাকুন।’
জিমন্যাস্টে কেলেটির হাতেখড়ি ৪ বছর বয়সে। মাত্র ১৬ বছর বয়সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ১৯৩৯ -এ প্রথমবারের মতো ডাক পান জাতীয় দলে। তবে ইহুদি হবার কারণে এর পরের বছর থেকে তাকে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়নি। হাঙ্গেরিয়ান অলিম্পিক কমিটির তথ্য মোতাবেক, ভুয়া কাগজপত্র নিয়ে বুদাপেস্টের দক্ষিণের এক গ্রামে লুকিয়ে থাকেন তিনি। এভাবেই সে যাত্রায় নাৎসিদের হাত থেকে রক্ষা পান। তবে নাৎসি বাহিনীর কাছে বন্দী অবস্থায় থেকে মারা যান তার বাবা এবং বেশ কয়েকজন আত্মীয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech