প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বিয়ে করেছেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। শনিবার রাতে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা হয়ে যায় ভাইরাল। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ পোস্টের পর ভক্তদের শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন এই গায়ক।
২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লডকি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য।
শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন। সে বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ আয়োজনে গান পরিবেশন করেন তিনি।
২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লডকি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য।
শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন। সে বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ আয়োজনে গান পরিবেশন করেন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech