মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যেভাবে পাচ্ছেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। বিকেল সাড়ের ৪টার পর এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছেন।

 

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিতে গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬০ হাজার ৯৬ জন পাস করেছেন। পাশের হার ৪৬ শতাংশ। এর মধ্যে ছাত্রী বেশি। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পেয়েছেন একজন ছাত্র। তাঁর স্কোর ৯০ দশমিক ৭৬।

 

সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ভর্তি কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তিন পর্যায়ে শিক্ষার্থীদের এক সরকারি কলেজ থেকে অন্য সরকারি কলেজে মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তি শেষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে।
দেশে মেডিকেল কলেজ আছে ১০৪টি। এর মধ্যে ৩৭টি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ আছে ৬৭টি। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৯৩টি।
ভর্তি পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছেন। ৪০ নম্বর পেয়ে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ৯৩৬ জন বা ৬৩ শতাংশ ছাত্রী এবং ২২ হাজার ১৫৯ জন বা ৩৭ শতাংশ ছাত্র। এমবিবিএস পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে এই ফলাফল জানা গেছে।

 

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট https://result.dghs.gov.bd/mbbs/ থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও https://dgme.portal.gov.bd/ ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে ফল পাওয়া যাবে।

বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময় ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হয়। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য করা হয়। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যায়। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফলাফল প্রকাশ করা হয়।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ