বিপিএল ঢাকা ক্যাপিটালস এর জয়

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

বিপিএল ঢাকা ক্যাপিটালস এর জয়

স্পোর্টস ডেস্ক :আবারও লিটন-তামিম জুটির ওপর ভর করে জিতলো ঢাকা ক্যাপিটালস। নিজেদের বাঁচা-মরার ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে ঢাকা।
চিটাগাংয়ের দেয়া ১৪৯ রানের টার্গেটে ওপেনার লিটন-তামিম জুটি গড়েন ৫৪ বলে ৭৫ রান। লিটন ২৫ রানে বিদায় নিলেও তামিম- মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানকে নিয়ে তানজিদ তামিম পূর্ণ করেন ১৪৯ রান। এদিন ম্যাচসেরা তানজিদ তামিমের ব্যাট থেকেই আসে ৫৪ বলে অপরাজিত ৯০ রান। চিটাগাংয়ের স্পিনার আলিস আল ইসলাম এবং পেসার হুসাইন তালাত নেন একটি করে উইকেট।

 এর আগে দিনের শুরুতে আজ ঢাকা ক্যাপিটালস টসে হেরে ফিল্ডিং করেছে স্বাগতিক চিটাগাংয়ের কিংসের বিপক্ষে।   নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে চিটাগাং এর সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। উদ্বোধনি জুটি নাইম-জুবাইয়েদের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৪ রান। জুবাইদ ২৩ রানে ফিরে গেলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে নাইম ইসলাম জুটি গড়েন ৩১ বলে ৪৯ রানের। শামীম হোসেন পাটওয়ারী ১৫, হায়দার আলি ১৬ এবং অধিনায়ক মিথুনের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান। ঢাকার স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল ইসলাম অপু নেন দুইটি করে উইকেট। মেহেদী হাসান রানা এবং রন্সফোর্ড বিটন সংগ্রহ করেন এক উইকেট।
0Shares