প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত হয়েছে গতকাল রোববার। আজ থেকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। দ্বিতীয় ধাপের প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া মুসল্লি সাইফুল ইসলাম (৬০) নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। আজ সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ইজতেমার মুসল্লি মাহফুজুর রহমান জানান, সাইফুল ইসলামসহ আমরা এক সাথে ইজতেমায় এসে ৬০১৯ নং খুঁটি ও ৬নং খিত্তায় অবস্থান নেই। সন্ধ্যা ৭টার দিকে গোসল করতে গেলে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে সাইফুল। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর বিজন মালাকার সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আজ সোমবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিন চলছে। আগামী বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারী শুরু হবে দ্বিতীয় পর্ব। মাওলনা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech