বিশ্ব ক্যানসার দিবস আজ

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

ডায়াল সিলেট ডেস্ক :: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যানসার রোগী। প্রতি লাখে ১০৬ জন ক্যানসার আক্রান্ত। নতুন করে ক্যানসার আক্রান্ত হচ্ছেন প্রতি লাখে ৫৩ জন। দেশে মোট মৃত্যুর ১২ শতাংশের দায়ী এই ক্যানসার। ৩৮ ধরনের ক্যানসারে মানুষ আক্রান্ত হয়। এর মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালী ও জরায়ুমুখ ক্যানসার রোগীর সংখ্যা বেশি। ২০৫০ সালে দেশে ২০২২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি নতুন ক্যানসার রোগী শনাক্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

এদিকে, দেশে ক্যানসার চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ছাড়া দেশের অন্য সাতটি হাসপাতালে নামমাত্র ক্যানসার চিকিৎসা সেবা চালু আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও শয্যাসংখ্যারও যথেষ্ট ঘাটতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি ১০ লাখ মানুষের জন্য এ রকম একটি করে ক্যানসার সেন্টার থাকা দরকার। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। মানসম্পন্ন চিকিৎসার জন্য বাংলাদেশে ১৭০টি ক্যানসার চিকিৎসা কেন্দ্র থাকা দরকার। কিন্তু আছে মাত্র ২২টি। এর মধ্যে যেগুলো উন্নতমানের সেগুলোর বেশির ভাগই ঢাকায় অবস্থিত।

 

আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য অনন্যতায় ঐক্যতান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। ক্যানসার সোসাইটির উদ্যোগে রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ