প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বসন্তের রঙে যখন চারদিক রঙিন, তখন সেই রঙের পালে বাড়তি হাওয়া দেয় ভালোবাসা দিবস। এ দিবসকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকে নানা আয়োজন। শ্রোতা-দর্শকরাও মুখিয়ে থাকেন তাদের প্রিয় তারকার কাজের জন্য। এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রচারে এসেছে শতাধিক নাটক, টেলিফিল্ম ও ওয়েব কনটেন্ট।
এ আয়োজনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের একাধিক নাটক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক ‘অপহরণ’ ও ‘সরি কামরুল’। দুটি নাটকে তার সঙ্গে রয়েছেন তানিয়া বৃষ্টি। তানহা তাসনিয়াকে নিয়ে করেছেন নাটক ‘বউ সোহাগী’।
একাধিক নাটক নিয়ে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার মধ্যে উল্লেখযোগ্য ‘মন দুয়ারী’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এ ছাড়া জাকিয়া বারীকে নিয়ে অপূর্ব কাজ করেছেন ‘তোকে পাবার জন্য’ নাটকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও পর্দায় থাকছেন ভালোবাসা দিবসে। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
এ ছাড়া থাকছে তার অভিনীত নাটক ‘বেস্ট ফ্রেন্ড-২’। তানজিন তিশার একাধিক কাজও আছে ভালোবাসা দিবসে। তার মধ্যে রয়েছে নাটক ‘এক কাপ চা’, ‘বসন্তবৌরি’ ও গায়ক প্রীতম হাসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ঘুমপরী’ নামে একটি ওয়েবফিল্ম। আরও রয়েছে অভিনেতা তৌসিফ মাহবুব অভিনীত ‘মনেরই রঙে রাঙিয়ে’, ‘মন দিওয়ানা’, ‘ব্যাথার বাগান’সহ আরও কিছু নাটক।
ফারহান আহমেদ জোভান অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘প্রেমেরই পরশে’, ‘ফেরারি মন’সহ একাধিক নাটক। তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমায় পাব কি?’, ‘কত যে আপন’ ইত্যাদি। সামিরা খান মাহির উল্লেখযোগ্য নাটক হলো ‘প্রশ্ন করো না’ ও ‘সত্য মিথ্যার প্রেম’। কেয়া পায়েল অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘পুষ্প’, ‘ভালোবাসি আজ কাল’, ‘বাজি’ প্রভৃতি।
এ ছাড়া আরও রয়েছে আইশা খান অভিনীত নাটক ‘লস্ট ইন লাভ’, সাফা কবির অভিনীত ‘হ্যাপা’, সাদিয়া আয়মানের ‘লাইজু’, আরশ খানের ‘শিক্ষানবিশ প্রেম’, ‘আছি তোমার পাশে’। ফারিন খান অভিনীত ‘প্রথম প্রেমের গল্প’, সোহেল মন্ডলের ‘সমুদ্রনীলা’সহ আরও শতাধিক নাটক দেখা যাবে ভ্যালেন্টাইনের আয়োজনে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech