প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জগদীশপুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
হামলায় আহতদের মধ্যে ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫), সাদিকু্ল রহমানকে (২০) সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ ১ ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech