দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল উদ্ধার, আটক ২

ডায়ালসিলেট ডেস্ক:;

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসুচির ৫৮ বস্তা চাল উদ্ধারসহ ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সরকারি ডিলার কৃষ্ণনগর গ্রামের আরজ আলীর পুত্র মাসুক মিয়া (৪৬) ও একই ইউনিয়নের নতুন কৃষ্ণনগর (মোড়লপাড়া) গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আনোয়ার হোসেন আনু (৩০)।

তাদের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোর রাতে একই ইউনিয়নের পলিরচর গ্রামের হাজি ধন মিয়ার ঘরে রাখা ১৪ বস্তা এবং পার্শ্ববর্তী আফছরনগর গ্রামের মফিজ আলীর ঘরে রাখা ৪৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি নাজির আলমের দিক নির্শেনায় এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে এসআই মাসুদ আহমদ ও ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা (নং-১, তাং- ০১/১০/২০২০ইং) রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

0Shares