প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সিনেমায় অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন সারা জেরিন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘জ্বী হুজুর’। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে সারার নায়ক ছিলেন সাইমন সাদিক। তারও এটি অভিষেক সিনেমা।
প্রথম সিনেমায় অভিনয়ে উৎরে গিয়েছিলেন সারা। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘রোমিও’, ‘তোমার জন্য মন কাঁদে’, ‘চিটার’, ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের সিনেমাগুলোতে তাকে দেখা গেছে। কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত জীবনে নানাবিধ ঝামেলায় জড়িয়ে সিনেমা ক্যারিয়ার টেনে নিতে পারেননি। থেমে যায় কাজ। অবশেষে গত দুই বছর ধরে আবার নিয়মিত হয়েছেন।
কিছুদিন আগে ‘বউ হওয়া কী মুখের কথা’ নামে একটি সিনেমায় অভিনয় শুরু করেন। এর ষাট ভাগ শুটিং শেষ করলেও আপাতত কাজ বন্ধ আছে। এছাড়া এরইমধ্যে শেষ করেছেন ‘তুমি করে বলবে’ নামে একটি সিনেমা। তবে সিনেমায় চেষ্টা করলেও সেটায় স্থায়ী হতে পারেননি। তাই ছোটপর্দা অর্থাৎ টিভি এবং ওটিটির কাজই বেছে নিয়েছেন শেষ পর্যন্ত।
বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত এ চিত্রনায়িকা। তার অভিনীত ধারাবাহিক নাটক ‘মায়ার সংসার’ প্রচার হচ্ছে এটিএন বাংলায়। ‘গৃহলক্ষী’ নামে আরেকটি ধারাবাহিক প্রচার হচ্ছে নাগরিক টিভিতে।
এরইমধ্যে বেশ কয়েকটি খণ্ড নাটকের কাজও শেষ করেছেন তিনি। সম্প্রতি শুটিং করেছেন ‘রূপের বাইদানী’ ও ‘চোরের বউ’ নামে দুটি নাটকের। এছাড়া সংগীতশিল্পী ন্যান্সির একটি ও মেজবাহ শরীফের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত ‘লাশ’ নামে একটি ওয়েব ফিল্ম আছে প্রচারের অপেক্ষায়।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে সারা জেরিন বলেন, ‘একাধিক সিনেমায় অভিনয় করে বেশ ভালো সাড়াও পেয়েছিলাম। কিন্তু এ জায়গাটা আসলেই কাঁটায় ভরা। এখানে টিকে থাকা কঠিন। তাই এখন নাটকেই বেশি কাজ করছি। নাটকগুলোও চ্যানেলে প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে লাশ নামের ওয়েবফিল্মটি নিয়ে আমি খুব আশাবাদী।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech