সুনামগঞ্জে মিষ্টির কারখানায় আগুন, ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

সুনামগঞ্জে মিষ্টির কারখানায় আগুন, ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডায়ালসিলেট ডেস্ক;; সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় আনোয়ার মিষ্টি ভান্ডার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।আগুনে মিষ্টি তৈরির কারখানার মালামালসহ একটা ঘর পুড়ে যায়।এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায়  শহরের নবীনগরে আনোয়ার মিষ্টি ভান্ডার নামের মিষ্টি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৫০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিষ্টি কারখানার মালিক আনোয়ার আহমেদ বলেন,  ‘আমি ঘুমে ছিলাম হঠাৎ আমার কারখানার শ্রমিকরা ও এলাকার স্থানীয় বাসিন্দাদের চিৎকার শুনে  ঘর থেকে বের হয়ে দেখি আমার কারখানা আগুনে পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসকে ফোন দিতে দিতে কয়েক মিনিটে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পুরো কারখানার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মিষ্টি কারখানার মালিক আনোয়ার আহমেদর দাবি এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাশ তালুকদার বলেন, আমরা ভোর ৫টা ৫০মিনিটে শহরের নবীনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে  ঘটনাস্থলে পৌছাই। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি  ইউনিট ৫০মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় থাকা মালামাল পুড়ে গেছে, প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে প্রাথমিকভাবে ধরনা করা যাচ্ছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে আরও বাড়তে পারে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তে শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ  জানা যাবে।

0Shares