বাংলাদেশ রেলওয়ের অনলাইনে অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

বাংলাদেশ রেলওয়ের অনলাইনে অগ্রিম টিকেট বিক্রি শুরু

ডায়ালসিলেট  ডেস্ক :: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ২৪ মার্চের টিকিট অনলাইনে কেনা যাচ্ছে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা ৭ দিন চলবে আগাম টিকিট বিক্রির এই কার্যক্রম।

এদিকে সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট এবং অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট আর সেগুলো অনলাইনের ক্রয় করতে পারছেন যাত্রীরা।

এদিকে টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করা হয়েছে : ১৪ মার্চে দেয়া হচ্ছে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চের ২৫ মার্চ , ১৬ মার্চের টিকেট ২৬ মার্চ, ১৭ মার্চের টি ২৭ মার্চ, ১৮ মার্চেরটা ২৮ মার্চ, ১৯ মার্চের ২৯ মার্চ এবং ২০ মার্চের টিকেট ৩০ মার্চ বিক্রি করা হবে টিকিট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ