প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হন পাকিস্তানের মেয়েরা।
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেলেন মেয়েরা। গত রোববার স্কটল্যান্ডের মেয়েদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ।
মারুফা–রাবেয়াদের বোলিংয়ের সামনে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান ৪০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ৩২ এসেছে দুয়া মাজিদের ব্যাট থেকে। আটে নেমে ২৬ রান করেন উম–ই–হানি। অন্যদের রানসংখ্যা যেন মুঠোফোনের নম্বর! প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভবত মোট ৯ জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার। মারুফা, ফাহিমা ও রাবেয়া ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। ইনিংসের নবম ওভারের মধ্যে দলীয় ৪৪ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম (১৯) ও তিনে নামা শারমীন আক্তার (১০)। ফারজানা ও নিগার মিলে ৩০ ওভার পর্যন্ত টেনে নেন বাংলাদেশের ইনিংসকে। দলীয় ১৫৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন ফারজানা। ৮৫ বলে ৫০ করেন এই ওপেনার।
অধিনায়ক নিগার আউট হন এক ওভার পরই, দলের হয়ে সর্বোচ্চ ৭২ বলে ৭০ করেন তিনি। এরপর দ্রুত উইকেট পড়ায় একটু চাপেই পড়েছিল বাংলাদেশ। ৩৭.৫ ওভারের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৮৮/৮। এখান থেকে দিলারা ও জান্নাতুল ফেরদৌস মিলে বাংলাদেশের ইনিংসকে টেনে নেন। ২৯ রান করা দিলারা যখন আউট হন, বাংলাদেশের স্কোর তখন ৪০ ওভারে ২১০/৯। শেষ পর্যন্ত বাংলাদেশ দুই শ আশি ছুঁই ছুঁই স্কোর পেয়েছে এগারো নম্বরে নামা জান্নাতুলের ৩৪ বলে অপরাজিত ৪৬ রানের কল্যাণে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে ছয়টি দল। ১৫ ম্যাচের এই বাছাইপর্ব লাহোরে আগামীকাল থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ এপ্রিল। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech