প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সঞ্জয় লীলা বনশালি, করণ জোহর বা রোহিত শেট্টিকেও ছাড়িয়ে গেছেন এসএস রাজামৌলি। এই তেলুগু চলচ্চিত্র নির্মাতা ভারতের সর্বোচ্চ আয়কারী পরিচালক। তিনি প্রতি ছবরি জন্য পারিশ্রমিক নেন ২০০ কোটি টাকা।
ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিডি) তথ্য অনুসারে রাজামৌলি তার প্রতিটি ছবির জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
ব্যবসায়ী সূত্র জানায়, এর মধ্যে তার অগ্রিম পারিশ্রমিক, লাভের ভাগ এবং স্বত্ব বিক্রির বোনাসও অন্তর্ভুক্ত থাকে। একটা ছবি যত বেশি আয় করবে, তার ভাগ তত বেশি হতে পারে। রাজামৌলি তার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির সাফল্যের জন্যও এই পরিমাণ পারিশ্রমিক অর্জন নিয়েছিলেন।
২০০ কোটি টাকার পারিশ্রমিক রাজামৌলিকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক। তিনি আয়ের দিক থেকে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে ছাড়িয়ে গেছেন। শাহরুখ-সালমান প্রতি ছবির জন্য ১৫০-১৮০ কোটি টাকা আয় করেন।
এই সাফল্যের নেপথ্যে রাজামৌলিক তিনি নিজেই। ‘বাহুবলী’ তাকে পুরো ভারত জুড়ে খ্যাতি এনে দিয়েছে। ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৫১০ কোটি আয় করেছিল। ছয় বছর ধরে হিন্দিতে সর্বোচ্চ আয়কারী ছবি ‘বাহুবলী’। ‘আরআরআর’-এর হিন্দি সংস্করণ ২৭০ কোটি আয় করেছিল।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, রাজামৌলি যা পারিশ্রমিক নেন তার অর্ধেকও অন্য কোনও পরিচালক নেন না। সন্দীপ রেড্ডি ভাঙা, প্রশান্ত নীলরা ছবি প্রতি প্রায় ৯০ কোটি নেন।
অন্যদিকে, রাজকুমার হিরানি নেন ৮০ কোটি। সুকুমার, সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগরাজ এবং সিদ্ধার্থ আনন্দ প্রতি ছবির জন্য ৪০ কোটি টাকা নেন।
করণ জোহর এবং রোহিত শেট্টির মতো নির্মাতারা সাধারণত তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই ছবি তৈরি করেন, ফলে তারা আর আলাদা করে কোনও পারিশ্রমিক নেন না। ছবির লভ্যাংশটাই তারা পান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech