বাড়ির পুকুরে মিললো বিশাল অজগর

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় একটি বাড়ির পুকুর থেকে প্রায় ৯ ফুটের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ওই অজগরটি পুকুর থেকে হাঁস গিলে খাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

সোমবার (২১ এপ্রিল) বিকালে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও দেবপাড়ায় লন্ডনি ধনাই মিয়ার বাড়িতে পুকুর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

 

বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, সোমাবার সন্ধ্যার দিকে হাঁসের ডাক-চিৎকার শুনে স্থানীয় কয়েকজন পুকুর পাড়ে আসেন। এসময় স্থানীয়রা দেখতে পায় হাঁস গিলে খাচ্ছে অজগরটি। পরে বাড়ির লোকজন শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল গিয়ে পুকুর পাড় থেকে অজগর সাপটি উদ্ধার করেন।

 

স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটি প্রায় ৯ ফুট লম্বা এবং ১৫ থেকে ১৬ কেজি ওজনের। বড় আকারের হওয়াতে একে ধরতে গিয়ে তিনি ছোবল খেয়েছেন। উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন।

 

 

0Shares