প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর তালাবদ্ধ বাড়ির গেইটের তালা কেটে প্রবেশের চেষ্টাকালে জনতার হাতে দু’যুবক আটক হয়েছে। আটককৃতদের গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
ঘটনাটি রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুরবাজার সংলগ্ন নয়া মৈশাপুর গ্রামে ঘটেছে।
জানা যায়, নয়া মৈশাপুর গ্রামের সউদি আরব প্রবাসী মকবুল আলীর ছেলে স্থানীয় বুড়াইরগাঁও আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল ইসলাম পলাশ বাড়ি তালাবদ্ধ করে তার পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে এক আত্মিয়ের বাড়িতে বেড়াতে যান।
এ সুযোগে সন্ধ্যায় বাড়ির গেইটের তালা কেটে ভেতরে প্রবেশেরে চেষ্টা করে এ দু’যুবক। এসময় স্থানীয় লোকজনকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর ইউনিয়নের উলুতুল গ্রামের মৃত আলকাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩০) ও সদর উপজেলার মঙ্গলকাটা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে মো. হাসান (৩২)।
এ ব্যাপারে জানতে চাইলে ছাতক থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে থানার এসআই মঙ্গল বিকাশের নেতৃত্বে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech