শাল্লায় জোড়া খুনের পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

শাল্লায় জোড়া খুনের পলাতক আসামি গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক::

সুনামগঞ্জের শাল্লায় জোড়া খুনের মামলার পলাতক আসামি সাবাজ মিয়েকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কামারগাঁও থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতার হওয়া সাবাজ মাদক মামলারও পলাতক আসামি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ২০১৬ সালে কামারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মিয়া ও জলিল মিয়া নামে দু’জন খুন হয়। এই খুনের মামলার অন্যতম আসামি সাবাজ মিয়া। দীর্ঘ চার বছর ধরে তিনি ফেরারি ছিলেন।সম্প্রতি সাবাজ মিয়া এলাকায় আসলেেগোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে কামারগাঁও থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

0Shares