প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জ-সিলেট সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে পৌরসভার ট্রাকের ধাক্কায় শামীম আহমেদ রনি (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শামীম ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বড়ই গ্রামের মৃত গোলে নূর আহমদের ছেলে। তিনি শহরের হাসননগর এলাকার সুলতানপুরে ১৫/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। সুনামগঞ্জ শহরে কয়েক বছর যাবৎ ব্যবসা করে আসছিলেন তিনি।
নিহতের খালাতো ভাই সাহেব আলী বলেন, ‘স্থানীয়রা আমাকে জানিয়েছেন আমার খালাতো ভাই শামীম আহমেদ রনিকে পৌরসভার একটি ট্রাক চাপা দিয়েছে।’
সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে পৌরসভার ট্রাক । ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। খুব সম্ভববত এটি পৌরসভার ট্রাক নম্বর-৬।’
তবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘সুনামগঞ্জ পৌরসভার ট্রাক চাপা দেয়নি। একটি সিএনজিচালিত অটোরিকশা ওই মোটরসাইকেলকে চাপা দিয়েছে।’
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech