জগন্নাথপুরে কিশোরী ‘অপহরণের’ অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

জগন্নাথপুরে কিশোরী ‘অপহরণের’ অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়েকে (১৫) গত ১০ অক্টোবর অপরহণ করেন একই এলাকার দানা মিয়ার ছেলে দিলোয়ার মিয়া (২২)। এ বিষয়ে মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার থেকে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত দিলোয়ারকে গ্রেপ্তার করে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, দিলোয়ারের সঙ্গে কিশোরীর পূর্বপরিচয় ছিল। তাদের বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে হয়নি।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা সাখাওয়াত বলেন, অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ শহরে যাওয়ার সময় অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি এবং মেয়েকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0Shares